মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় সাঁতার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর বুধবার দুপুরে সদর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পুকুরে এ প্রতিযোগিতার আয়োজন করে গাজীপুর জেলা ক্রীড়া অফিস।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট রীনা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মোরাদ আলী। অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী। কোচের দায়িত্ব পালন করেন চান্দনা স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক আব্দুল্লাহ আল আজাদ। বিজয়ী প্রতিযোগিরা প্রধান অতিথির হাত থেকে পুরস্কার ও সনদ গ্রহণ করেন।
জেলা ক্রীড়া অফিসার ফারজানা আক্তার সাথী জানান, গাজীপুর মহানগরসহ ৫টি উপজেলা থেকে মোট ৬টি সাতারু দলে ৩০ জন ছেলে সাতারু ও ১৬ জন মেয়ে সাতারু এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.