তন্ময় দেব
শাল্লা (সুনামগঞ্জ)
সরকারের ডিজিটাল উদ্ভাবনী কার্যক্রম সমূহ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য সুনামগঞ্জে জেলার শাল্লা উপজেলায় বুধবার (৯ নভেম্বর) দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১ টায় উপজেলা হল রুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব এর সভাপতিত্বে কালিপদ দাস এর সঞ্চালনায়
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি আর ডি বি কর্মকর্তা শাহানা পারভিন, মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান,যুব উন্নয়ন কর্মকর্তা পেয়ার হোসেন সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক,বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ ।
সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।