ডেস্ক রিপোর্ট ঃ র্যাব -১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ কর্তৃক অভিযানে ০১(এক)টি পাইপগান,০১টি মোবাইল, নগদ-৭৩০(সাতশত ত্রিশ) টাকা ও ০১টি মোটরসাইকেল’সহ
০১(এক) জন অস্ত্রধারী আটক।
র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের
প্রেক্ষিতে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি চৌকশ আভিযানিক দল
অদ্য ০৯/১১/২০২২খ্রি. সকাল ১০.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন গোদারা
ঘাট এলাকা হইতে ০১(এক)টি পাইপগান, ০১টি মোবাইল, নগদ-৭৩০(সাতশত ত্রিশ) টাকা
ও ০১টি মোটরসাইকেল’সহ অস্ত্রধারী শাহজাহান কবির(৩৫), পিতা-মহিউদ্দিন, সাং-
বড়কান্দা দামপাড়া, ইউপি-দামপাড়া, থানা-নিকলী ওজেলা-কিশোরগঞ্জ’কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত অস্ত্রধারী এলাকায় প্রভাব বিস্তার করার
জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে। অস্ত্রধারীদের বিরুদ্ধে র্যাবের অভিযান
অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের
কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।