নিজস্বপ্রতিবেদক ঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কিশোরগঞ্জ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ০৭/১১/২০২২ খ্রি: ১৫:৪০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানাধীন পশ্চিম চারিপাড়া সাকিনস্থ বাংলাদেশ পুলিশ এর নির্মানাধীন কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের উপর হতে আসামী মো: জোবায়ের হোসেনকে আটক করে এবং তার দখল হতে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১৫:৪৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়। ধৃত আসামী মো: জোবায়ের হোসেন এর দেয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ পরবর্তীকালে কটিয়াদী বাজারের ভোজন রেস্টুরেণ্ট হতে আসামী মো: নাসির উদ্দিন ও আব্দুল আলী @ আব্দুল্লাহকে আটক করে তাদের হেফাজত হতে যথাক্রমে ১০০ পিস ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ১৮:২৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়।
অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গোপন সংবাদের ভিত্তিতে ০৭/১১/২২ খ্রি: ২৩:৫০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন কাদিরজঙ্গল ইউনিয়নের কুর্শা সাকিনস্থ আসামী সুলতান উদ্দিন @ সুল্তু এর বসতবাড়ীর উঠানে অভিযান পরিচালনা করে আসামী সুলতান উদ্দিন @ সুল্তু ও আসামী মো: বিল্লাল মিয়াকে আটক করে এবং তাদের দখল হতে মোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে ২৩:৩০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়।
সেই সাথে (ডিবি), কিশোরগঞ্জ ০৭/১১/২০২২ খ্রি: ২০:২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরবপুর সাকিনস্থ হাজী আসমত সরকারি কলেজ এর ১ নং গেইটের বিপরীতে জনৈক আরশ মিয়ার সিএনজি গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর হতে আসামী মো: রফিকুল ইসলাম আটক করে এবং তার দখল হতে মোট ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করে ২০:৩০ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.