কুলিয়ারচর প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে ব্র্যাক ইউ.পি.জি কর্মসূচী ও কুলিয়ারচর উপজেলা স্যানেটারি ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সার্বিক সহযোগিতায় এম.বি.এ স্যানেটারি এর
এর সৌজন্যে উপজেলার রামদী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
৮ নভেম্বর বিকাল ৫ ঘটিকার সময় পিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এম.বি.এ স্যানেটারির স্বত্বাধিকারী মোঃবাচ্চু মিয়ার সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরন তুলে দেন মানবাধিকার সংস্থার উপজেলা মহিলা বিষয়ক সম্পাদিকা, বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতির সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি ফারজানা আক্তার।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পিরপুর শক্তি কমিটির সভাপতি জালাল উদ্দিন, আগরপুর ব্র্যাক ব্রাঞ্চের ম্যানেজার মোজাম্মেল হক, প্রগ্রাম অর্গানাইজার মোঃরুবেল মিয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অবিভাবক বৃন্দ এবং সুশীল সমাজের লোক প্রমুখ।
এর আগেও ৭ নভেম্বর ছয়সূতী ইউনিয়নের শিক্ষার্থীদের মাঝেও শিক্ষা উপকরণ বিতরন করা হয়।