মোঃমিজানুর রহমান, স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৩ রা নভেম্বর জেল হত্যা দিবস ২০২২ উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয় প্রাঙ্গনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা এর সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাফিল মিয়ার সভাপতিত্বে ও বনোগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ জামান সরকারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভ্য দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে হিসাবে বক্তব্য রাখেন জেল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বিপিএম (বার) পিপিএম (বার) বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাহারা আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাকুর রহমান, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এ. বি সিদ্দিক খোকা, সহশ্রম ধুলদিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ ধন মিয়াসহ আরো অনেকে।
বক্তাগন এসময় জেল হত্যার সাথে জড়িত সকল দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.