ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ের উন্নয়ন” এ স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৫১ তম জাতীয় সমবায় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৫ নভেম্বর (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জিল্লুর রহমান এর সভাপতিত্বে, উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ী বৃন্দেদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিআরডিবি সভাপতি মোঃছোটন মিয়া, উপজেলা একাডেমিক সুপার মোহাম্মদ মুশফিকুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান ,সমবায় অফিসের সহকারি পরিদর্শক মোঃ মিজানুল হক, অফিস সহকারি, মোছাঃনাজমা আক্তার, অফিস সহায়ক মোঃ হাবিবুর রহমান,বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি ফারজানা আক্তার, সাংবাদিক নাঈমুজ্জামান সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য বৃন্দ ও সুশীল সমাজের লোক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমবায় অধিদপ্তরের কর্মকর্তা জাকির হোসেন।