সাকিব আল হাসান
রৌমারী(কুড়িগ্রাম) :
কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার মধ্যে মানুষ গড়ার অন্যতম বিদ্যাপিঠ চর শৌলমারী ডিগ্রি কলেজ। ১৯৯৫ সালে স্থাপিত হওয়ার পর থেকেই অত্যন্ত সুনামের সাথে এগিয়ে যাচ্ছে শিক্ষার মান। এমনকি পুরো উপজেলায় এক নামে পরিচিত কলেজটি। মোটকথা আধুনিকতার সাথে সমান ভাবে তাল মিলিয়ে এগিয়ে চলছে ওই প্রতিষ্ঠান। বিভিন্ন সুত্রে জানায়, অবহেলিত এ জনপদে উচ্চ শিক্ষার আলো ছড়াতে কলেজটি প্রতিষ্ঠা করেন মো: আব্দুর রশিদ চিশতী। বর্তমানে প্রায় ২৫ টি গ্রামের ছেলেমেয়েরা এই কলেজে অধ্যয়ন করছে। ধুমপান ও রাজনীতিমুক্ত এই কলেজটিতে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৫৬৫ জন। কলেজটি বিজ্ঞান, মানবিক, ব্যবসা ও ডিগ্রি শাখা চালু আছে। শিক্ষার্থীদের মনোরম পরিবেশ ও একযাক তরুন ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদানের কারনে প্রতিবছরেই শতভাগ পাশের সাথে ভাল রেজাল্ট করে আসছে। এ কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। ২০২০ সালে ১৭ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসাবে ফরহাদ হোসেন যোগদানের পর থেকে শিক্ষক ও কর্মচারীদের মাঝে সমন্বয় ফিরে আসে এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে শিক্ষার মান দিন দিন বাড়তে থাকে। বর্তমানে এ কলেজের সুনাম শিক্ষার্থী ও এলাকার অভিভাবকদের মুখে মুখে। কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক ও আব্দুস সাত্তার এবং প্রভাষক সোনা মিয়া বলেন, অধ্যক্ষের হাত ধরে এগিয়ে যাচ্ছে কলেজে লেখাপড়ার মান বৃদ্ধি পেয়েছে ও পাশের হার বেড়েছে। এব্যাপারে অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন বলেন, আমি ২০২০ সালের ১৭ সেপ্টেম্বর এই কলেজের অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজের শিক্ষা কার্যক্রম সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য নিয়মিত ক্লাশগুলো পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম করা হয়। এরই অংশ হিসেবে বছরের শুরুতেই কলেজে সময়মত শিক্ষকদের উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের সংখ্যাবৃদ্ধি, ঝড়ে পড়ার হার হ্রাস, পরীক্ষায় পাশের হার বৃদ্ধি সহ সকল শিক্ষা কার্যক্রম নিশ্চিতের লক্ষ্যে কাজ করে চলছি।একই সঙ্গে কলেজটির উত্তরোত্তর সাফল্য কামনায় এলাকাবাসী, অভিভাবক ও সচেতন মহলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.