মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা কারাগারে মাদক মামলায় মোঃ ইদিল (৫৫) নামের এক সাজাপ্রাপ্ত কয়েদির হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কয়েদি সিরাজগঞ্জ পৌর এলাকার চর মালশাপাড়া গ্রামের মৃত কেরামত আলীর ছেলে।
জেল সুপার আব্দুল বারেক এ তথ্য নিশ্চিত করে বলেন, কয়েদি ইদিল মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার রাত১০টার দিকে সে কারাগারের ভিতরে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে তাৎক্ষণিক ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে বিকালে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.