সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর(কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুরে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে বিনামূল্যে চোখের ছানি রোগীর অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি।
শুক্রবার (০৪ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপির উদ্যোগে,আদ্-দ্বীনহাসপাতাল ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের সহযোগিতায় এবং নাফিসা নজরুল ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অপারেশন ক্যাম্পের আয়োজন করে হোসেনপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্স। উল্লেখ্য বিনামূল্যে চোখের ছানি অপারেশনে ২২০ জন রোগী চিকিৎসা সুবিধা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকোর সভাপতিত্বে অপারেশন ক্যাম্প পরিদর্শনে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা: সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুরু মিয়া, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য শাহ্ মাহবুবুল হক, নাফিসা নজরুল ফাউন্ডেশনের পরিচালক সাবরিনা আনোয়ার, সহকারী জেনারেল ম্যানেজার রবিউল হক, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান টিটু, এমপির ব্যক্তিগত সহকারী মো. মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.