স্টাফ রিপোর্টারঃ য়মনসিংহের নান্দাইলের বিশিষ্ট সাংবাদিক, নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়াদিন্ত’র উপজেলা প্রতিনিধি ও বিডি চ্যানেল ফোরের ময়মনসিংহ স্টাফ রিপোর্টার ফজলুল হক ভূইয়ার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার, ৩ নভেম্বর বেলা আড়াইটার দিকে নান্দাইল উপজেলার গাবতলী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজে জানাজায় প্রচুর লোকসমাগম হয়।
নামাজে জানাজার আগে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,নান্দাইল পৌরসভার সাবেক মেয়র আজিজুল হক পিকুল, নান্দাইল প্রেসক্লাবের পক্ষে মেহনা টিভির প্রতিনিধি আবুল হাসেম, নান্দাইল প্রেসক্লাব সভাপতি হাছান মাহমুদ, দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি আলম ফরাজী, দৈনিক নয়াদিগন্ত’র ময়মনসিংহ প্রতিনিধি সাইফুল ইসলাম, নান্দাইল ডিজিটাল প্রেসক্লা ‘র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, প্রাথমিক শিক্ষক সমিতি, নান্দাইল উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু।
জানাজা শেষে মরহুমকে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
উল্লেখ্য,বুধবার, ২ নভেম্বর সন্ধ্যার পরে সিনিয়র সাংবাদিক ফজলুল হক ভূইয়া নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.