নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকার উত্তরা ১৪ নাম্বার জহুরা মার্কেট এলাকা থেকে নিখোঁজের পাচঁদিনেও সন্ধান মিলেনি মাদরাসা ছাত্র রকিবুল হাসান তুহিনের (১১বছর)।
নিখোজ রকিবুল হাসান তুহিন কিশোরগঞ্জ জেলার হাওর উপজেলা ইটনার এলংজুরী ইউনিয়নের ছিলনী কাকটেঙ্গুর গ্রামের মো পলাশ মিয়া ও মোছাঃ খুকি মনি'র দম্পতির ছেলে।
উল্লেখ্য যে নিখোজ রকিবুল হাসান তুহিন ইটনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও হাওর টাইমস ২৪. কম এর সম্পাদক হাকীম মোঃখায়রুল ইসলাম ভূইয়া'র (ভাতিজার ছেলে) নাতি।
নিখোঁজ পুত্রসন্তানকে না পেয়ে তার পিতা
মো.পলাশ মিয়া ও মাতাঃ মোছাঃ খুকি মনি'র পরিবারের লোকজনের কান্না থামছে না।
জানা গেছে, নিখোঁজ রকিবুল হাসান তুহিনের পিতা মো.পলাশ মিয়া ঢাকার উত্তরায় ক্ষুদে ফলের ব্যবসা করে।সেই সুবাদে পিতার ব্যবসার কাছে থেকেই
নুরীয়া মোহাম্মদী ও জামিয়া মাদরাসার হেফজ বিভাগে পড়তো।
এ ব্যাপারে তুহিনের পিতা গণমাধ্যমকে জানান নিখোঁজের আগের দিন তথা বৃহস্পতিবার বিকেলে ছেলে আমার মাদরাসা থেকে বাসায় আসে। শুক্রবারও বাপবেটা একসাথেই জুমআর নামাজ আদায় ও দুপুরের খাবার খেয়েছি। আমি খাবার শেষে দোকানে চলে যাই এবং তুহিন বাসায় ঘুমায় এবং বলে যাই মাগরিবের নামাজ মাদরাসায় গিয়ে পড়ার কথা। আমিতো ভেবেছি ছেলে মাদরাসায় গিয়েছে। আমি ফলের দোকানদারী করতে দোকানে চলে যাই।
হঠাৎ বাদ মাগরিব মাদরাসা থেকে ফোন আসে আপনার ছেলে তো এখনো মাদ্রাসায় আসেনি। তখনই তড়িঘড়ি করে ব্যবসা গুটিয়ে ছেলের সন্ধান করতে বাসায় যাই খুজতে ।এ সময় বাসার দারোয়ান বলে তুহিনকে সন্ধ্যায় আমি ডেকে মাদরাসায় পাঠিয়েছি। আজ পাঁচদিন ছেলে আমার নিখোঁজ।
এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তুহিনের নিখোঁজের বিষয়ে তার পিতা মো.পলাশ মিয়া বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
যাহার জিডি নং ২৪৬৩,তাং ৩০/১০/২২ ইং,উত্তরা পশ্চিম থানা,ঢাকা।
কোন স্বহৃদয়বান ব্যক্তি তুহিনের সন্ধান পেলে নিকটস্থ থানা বা ০১৭১৬ ৯৩১২৭৭ নাম্বারটিতে যোগাযোগ করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.