আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকার হানিফ নার্সারি বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্তি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ছয়শত ফলজ চারা বিতরণ করেন। ৩০ অক্টোবর দুপুরে পিরোজপুর রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের ছয়শত শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে আম্রপালী গাছের চারা বিতরণ করা হয়। চারা বিতরণ অনুষ্ঠানে রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন হানিফ নার্সারির স্বত্তাধীকারি আবু হানিফ, কুড়াগাছা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বাবু, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ, রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমান উল্লাহ, সহকারী শিক্ষক এরশাদ আলী, সহকারী শিক্ষক আবু হানিফা, লোকমান হোসেন, চন্দন কুমার ম্রং সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে হানিফ নার্সারির উদ্যোগে টাঙ্গাইল জেলা প্রশাসকের তত্ত্বাবধানে দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে তিন হাজার চারা বিতরণ করা হয়। এছাড়াও মধুপুর রসুলপুর জাতীয় উদ্যান এর সিএফডাব্লিউদের মাঝে চারশত চারা বিতরণ করা হয়। তিনি জানান মধুপুর বনের বিভিন্ন এলাকার সিএফডাব্লিউদের মাঝেো চারা বিতরণ করা হবে। তিনি আরও জানান মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি বিনা মূল্যে বিভিন্ন জাতের ফলজ,ও বনজ,ওষধি গাছের চারা সহ বিভিন্ন ধরনের চারা বিনা মূল্যে বিতরণ করে আসছেন। তার নার্সারীতে গিয়ে কেহ চারা চাইলে তাকেও ফেরত দেন না বলেও জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.