বেলাব( নরসিংদী) প্রতিনিধিঃ-
বাংলাদের সবচেয়ে জনপ্রিয় হৃদয় স্পর্শ গান, আপন মানুষ চেনা বড় দায়, গানের স্রষ্টা BD 29-র এক মাত্র কর্ণধার
গীতিকার জসিম উদ্দিন আকাশ এটিএন বাংলা এ, জে, এফ, বি -স্টার অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন।
১৯৮৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার গাংকুলপারা গ্রামে জন্মগ্রহণ করেন দেশের অন্যতম এই সেরা গীতিকার।
এছাড়াও তার লেখা গানগুলো বাংলাদেশ ও ভারতের নামকরা সব শিল্পীর কণ্ঠে উঠে জয় করেছে হাজারও শ্রোতার হৃদয়।
গীতিকার জসিম উদ্দিন আকাশ শুধু্মাত্র লেখনীতে নয়, বাংলাদেশের মিডিয়া জগতের এক উজ্জ্বল নক্ষত্র। BD 29 একমাত্র কর্ণধার।চলচ্চিত্র, নাটক, ইসলামিক গজল সহ নিয়োমিত লিখে যাচ্ছেন গান। জসিম উদ্দিন আকাশ কাতারের একজন সুনামধন্য ব্যাবসায়ী হয়েও বাংলাদেশে মানব সেবাইও যতেষ্ঠ ভুমিকা রাখছেন।
আগামী ১২ নভেম্বর রোজ শনিবার বিকাল তিন টাই মুক্তিযোদ্ধা মিলায়তন কাকরাইলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.