আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাংগাইল মধুপুরে ভোক্তা অধিকার অবহিতকরণ বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবাহী কর্মকর্তা শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু। এসময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা উপধারা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাকির হোসেন,। উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাকুরা নাম্নী,, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, মধুপুর আদর্শ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মজিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সহ ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।