স্টাফ রিপোর্টার : আজ শনিবার (২৯ অক্টোবর) সারা দেশের ন্যায় নানান আয়োজনে “কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানে কিশোরগঞ্জে উদযাপিত হয় কমিউনিটি পুলিশিং ডে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ে এসে শেষ হয়। এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ আফজল, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আবু সাঈদ ইমাম, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান বেলাল, সাংবাদিক, আইনজীবী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় অংশগ্রহণ করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সদর থানা আওয়ামীলীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা গনতন্ত্রী পার্টির সভাপতি ভুপেন্দ্র ভৌমিক দোলন, ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট আবু সাঈদ ইমাম, বীর মুক্তিযুদ্ধা এ বি সিদ্দক জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, জেলা নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল ইসলাম, জেলা সড়ক পরিবহন সমিতির সদস্য সচিব আলমগীর রেজা মুরাদ, ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান প্রমুখ।
পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকারের পরিচালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা পুলিশিং কমিউনিটির সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.