আবু হানিফ( পাকুন্দিয়া): পুলিশই জনতা, জনতাই পুলিশ এ শ্লোগানকে সামনে রেখে পাকুন্দিয়ায় থানা কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে শনিবার (২৯শে অক্টোবর জুলাই) সকাল সাড়ে ১০টায় পাকুন্দিয়া থানা প্রশাসনের আয়োজনে থানা সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন সভাপতিত্বের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও থানা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক মো. কফিল উদ্দিন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আহুতিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহা. শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেজবাহ উদ্দিন, পাকুন্দিয়া পৌরসভা মেয়র নজরুল ইসলাম আকন্দ , চরফারদীয় ইউনিয়ন চেয়ারম্যান আঃমান্নান,হোসেন্দী ইউনিয়ন চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি সুখিয়া ইউ চেয়ারম্যান আঃ হামিদ টিটু সাবেক পাকুন্দিয়া উপজেলা কূষক লীগ নেতা বাবুল আহমেদ প্রমুখ ।
পুলিশিং সমাবেশ সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।