মোঃ সিরাজুল ইসলাম আতশি, ইটনা ঃ
পুলিশেই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ইটনা থানা পুলিশ আয়োজিত ২৯ অক্টোবর রোজ শনিবার বেলা ১১.০০ ঘটিকায় ইটনা থানা চত্তর হইতে কমিনিউটি পুলিশিং উপলক্ষে
ডাক ঢুল পিঠিয়ে আনন্দ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে একটি র্যালি বাহির করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাষ্ট্রপতি
আব্দুল হামিদ কলেজের সামনে এসে সমবেত হয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। ইটনা থানার অফিসার ইনচার্জ জনাব কামরুল
মোল্লার সভাপত্তিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আসন গ্রহণ
করার পর সাগত বক্তব্য রাখেন, আবু বক্কর সিদ্দিক প্রধান শিক্ষ ইটনা
সরকারি মহেশ চন্দ্র মডেল শিক্ষা নিকেতন, বক্তব্য রাখেন প্রধান অতিথি চৌধুরী কামরুল হাসান চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা,
সাখাওত হোসেন ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ইটনা, সোহরাব উদ্দিন ঠাকুর (খসরু) সাধারণ সম্পাদক ইটনা উপজেলা আওয়ামীলী
শাখা, নজরুল ইসলাম ঠাকুর (মানিক মিয়া) সাবেক কমান্ড বীর মুক্তিযোদ্ধা ইটনা, জসিম উদ্দিন প্রভাসক রাষ্ট্রপতি আব্দুল হামিদ
সরকারি কলেজ ইটনা, মাওঃ মোঃ সিরাজুল ইসলাম আতশি সভাপতি আওয়ামী ওলামালীগ ইটনা শাখা, কামরুল ইসলাম দুলাল সাবেক
চেয়ারম্যান মৃগা, আব্দুল কদ্দুছ আওয়ামীলীগ নেতা এলংজুরী, মোঃ রুবেল মিয়া চেয়ারম্যান এলংজুরী ইউনিয়ন পরিষদ ইটনা, আলমগীর
আওয়ামীলীগ নেতা জয়সিদ্ধি, মোঃ ফুরকান মিয়া আওয়ামীলীগনেতা, মোঃ নজরুল ইসলাম আওয়ামীলীগ নেতা বাদলা, হাবিবুর রহমান
রায়টুটী, প্রদীপ চন্দ্র দাস ধনপুর, বজলুর রহমান মিয়া ধনপুর প্রমুখ।
মক্তাগণ এলাকায় দাঙ্গা হাঙ্গামা মামলা মোকদ্দমা এ বিষয়ের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশের প্রতি আহব্বান
জানান। সব শেষে সভাপতির বক্তব্য দিয়ে কমিনিউটি পুলিশিংআলোচনার সভা সমাপ্ত করেন।