আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় ৪টি রাস্তা পাকা করণের উদ্বোধন করলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সরোয়ার আলম খান আবু।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বান্দাভিটা মোড় হতে গারো বাজার পর্ষন্ত ২ কিলোমিটার, ধলপুর হতে মলকা পর্ষন্ত ২.৩ কিলোমিটার, ধলপুর ছালাম মেম্বারের বাড়ি হতে রহমান মাস্টারের বাড়ি পর্ষন্ত ১.৩ কিলোমিটার এবং আশ্রা হতে শালিকা পর্ষন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা করণের শুভ উদ্বোধন করা হয়েছে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও মহিষমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন, উপসহকারী প্রকৌশলী খন্দকার শফিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী আলমগীর হোসেন সহ ইউনিয়ন পরিষদের সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
এই রাস্তা নির্মানের ফলে অত্র এলাকায় বহুদিনের জনদূর্ভোগ লাগব হবে বলে জানান এলাকাবাসী।