মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি
সিএমপি কোতোয়ালী থানার অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ০৫টি ছোরাসহ ০৮ জন ডাকাতকে গ্রেফতার করা হয়।
২৫ অক্টোবর মঙ্গলবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কোতোয়ালীর পুরাতন রেলওয়ে স্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের গণশৌচাগারের পাশ থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো ১। ১০ টি ডাকাতি ও অস্ত্র মামলার আসামি জয় বড়ুয়া (২১), ২। ০৩ টি ডাকাতি এবং অস্ত্র মামলার আসামি মোঃ সোহেল (২৪), ৩। মোঃ জুনায়েদ (২৩), ৪। ০২ টি ডাকাতি এবং চুরি মামলার আসামি মোঃ বাচ্চু প্রকাশ বুলেট (৩৪), ৫। ০১ টি ডাকাতি মামলার আসামি শহিদ হাওলাদার (৩৪), ৬।০২ টি ডাকাতি ও দ্রুত বিচার আইনে মামলার আসামি মোঃ রাসেল (২৪), ৭। মোঃ জাকির (২৯) ৮। মনির হোসেন (১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অন্ধকারাচ্ছন্ন স্থানে জড়ো হয়ে ডাকাতির প্রস্তুতিকালে ঘটনাস্থল থেকে ০৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাদের হেফাজতে থাকা ০৫ টি ছোরা উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.