স্টাফ রিপোর্টার: তৌহিদুল ইসলাম সরকার,
"আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার
জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, ও সি,আর, এস,জি'র সদস্যবৃন্দ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ও ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি'র যৌথ-আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি ২২ অক্টোবর (শনিবার) পালন করার কথা থাকলেও বিদ্যালয়টি সরকারিভাবে বন্ধ থাকায় পরিবর্তে রবিবার (২৩ অক্টোবর) পালন করা হয়।নান্দাইল উপজেলা জাহাঙ্গীর পুর রায় পাশা উচ্চ বিদ্যালয় বাজার সংলগ্ন নান্দাইল টু জাহাঙ্গীর পুর এলজিইডি সড়কে যৌথ আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রায়পাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন রায়পাশা উচ্চ বিদ্যালয় সরকারি শিক্ষক মাহফুজুল ইসলাম আকন্দ, আলাউদ্দিন আলাউদ্দিন, তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম,রফিক উদ্দিন ভূইয়া, আবুল কালাম, গিয়াস উদ্দিন, আব্দুল হাই, সহকারী শিক্ষক আমরুল ইসলাম, এবং ছাত্র, ছাত্রী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ।
আলোচনা সভা শেষে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে এলাকার সড়ক পরিবহন নেতৃবৃন্দ ও শ্রমিকরা যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.