সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের হোসেনপুরে "রক্তকমল তরুণ দল " এর উদ্যোগে নিরাপদ সড়ক চাই এর দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
শনিবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপথ সড়ক দিবস উপলক্ষে হোসেনপুর উপজেলা হাসপাতাল মোড়ে ৬ দফা দাবীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়" যাত্রী -পথচারী ভাই ভাই, সড়ক দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ চাই। এমন স্লোগান ধারণ করে নিঃস্বার্থ সেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন"রক্তকমল তরুণ দল" জনস্বার্থে এ কর্মসূচির আয়োজন করে।
৬ দফা দাবীগুলি-
১-চলার পথ,চাই নিরাপদ।
২-বেপরোয়া গাড়ীর গতি কমাতে হবে,কমাতে হবে।
৩-পথচারীর পথ,করতে হবে নিরাপদ!
৪-অবৈধ চালক হুশিয়ার স্বাবধান!
৫-অদক্ষ চালক হুশিয়ার স্বাবধান!
৬-নেশাখোর চালক হুশিয়ার স্বাবধান!
এসময় উপস্থিত বক্তব্য রাখেন, সাংবাদিক মোঃ জাকির হোসেন, নিরাপদ সড়ক চাই(নিসচা)এর হোসেনপুর উপজেলা কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ও হোসেনপুর মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল,সাংবাদিক মাহফুজ রাজা
সাংবাদিক জাকারিয়া আলম,
সাংবাদিক শরিফ ভূইয়া,সাংবাদিক মোঃসাগর মিয়া,সাংবাদিক আব্দুল কাদির,আরও বক্তব্য রাখেন,রক্ত কমল তরুণ দলের সদস্যদের মধ্যে, রাজিব আহমেদ,তাসরিফ খান আশিক,সালমান,রিপন প্রমুখ।
বক্তারা বলেন
হোসেনপুরে প্রায়ই রোড এক্সিডেন্ট হয়।
অকালে ঝরে যায় কত প্রাণ,কত মায়ের বুক খালি হয়।
যার বেশিরভাগ অদক্ষ লাইসেন্স বিহীন ড্রাইভার বালুবাহী ড্রাম ট্রাকের কারণে হয়।
তাই আমরা এ কর্মসূচি পালন করেছি,এতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে,এটা অরাজনৈতিক একটা মানববন্ধন করেছি সর্বসাধারণের জন্য।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.