মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়াএলাকায় এক বুদ্ধী প্রতিবন্ধী কিশোরিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। পিরোজপুর মধ্যপাড়া গ্রামের লাল মিয়ার বুদ্ধী প্রতিবন্ধী (১২) কিশোরী মেয়েকে একই এলাকার কলিম উদ্দিনের ছেলে মজিবর রহমান (৬০) বাড়ীতে কেহ না থাকার সুযোগে এ ধর্ষণের অপচেষ্টা করেছে বলে জানা যায়। বুদ্ধী প্রতিবন্ধী কিশোরীর পিতা লাল মিয়া জানান গতকাল আমরা সকালে কেউ বাড়ীতে না থাকার সুযোগে লম্পট মজিবর রহমান আমার প্রতিবন্ধী মেয়েকে ফুসলিয়ে আমাদের থাকার ঘরে নিয়ে তাকে ধর্ঘণের চেষ্টা চালায়। এসময় আমার বড় মেয়ে কোচিং পড়ে বাড়ীতে এসে লম্পট মজিবরকে আপত্তিকর অবস্হায় দেখতে পায়। সে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট মজিবর পালিয়ে যায়। এব্যাপরে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনায় এলাকার লোকজন প্রশাসনের নিকট লম্পট মজিবরের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.