তন্ময় দেব শাল্লা প্রতিনিধি ঃ
১৭ অক্টোবর (সোমবার) সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সকাল ৯ ঘটিকা থেকে বিরতীহীন ভাবে দুপুর ২ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়।শাল্লা উপজেলার মোট ৫৫ টি ভোটের মধ্যে ৫৩ টি ভোট কাস্টিং হয়। এতে সাধারন সদস্য পদে বক মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে টিকেন্দ্র দাস ২৬ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুস সালাম তালা মার্কা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দী প্রার্থী জামান চৌধুরী ফুলমিয়া হাতী মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ্ব১২টি বাদল চন্দ দাশ টিউবওয়েল মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১ টি সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী বিনা জয়নাল টেবিল ঘড়ি মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ৪২ টি তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী হরিণ মার্কা প্রতীক ভোট পেয়েছেন ১১ টি।
চেয়ারম্যান প্রাথী নুরুল হুদা মুকুট মোটরসাইকেল মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছে ২৫ টা তার নিকটতম প্রতিদ্বন্দী খাইয়ুল কবির রুমেন ঘোড়া মার্কা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৮ টি।
এ বিষয়ে প্রিজাইডিংঅফিসার উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খান বলেন ইভিএম এর মাধ্যমে আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছিল সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি।আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা প্রস্তুতি ছিল সঠিক
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.