ডেস্ক রিপোর্ট
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সদর উপজেলার আয়োজন করা হয়েছে আন্ত:স্কুল সাঁতার প্রতিযোগিতা। ২৪ টি পদক নিয়ে সেরা স্কুল হয়েছে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়।
সোমবার সকালে মোক্তারপাড়া মাঠ সংলগ্ন পুকুরে জেলার ৯টি স্কুলের ৬০ জন বালক এবং বালিকা অংশ নেয়। বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় বালক এবং বালিকাদের অনূর্ধ্ব ১৬ এবং অনূর্ধ্ব ১৩ এই দুই বিভাগে মোট ১৬টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ৭টি স্বর্ণ, ১০টি রৌপ্য এবং ৭টি ব্রোঞ্জ সহ মোট ২৪টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়। ৮টি স্বর্ণ, ২টি রৌপ্য এবং ২টি ব্রোঞ্জ নিয়ে রানার্স আপ হয়েছে নেত্রকোণা উচ্চ বিদ্যালয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নেত্রকোণা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন্নেছা আশরাফ দীনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাজী ফয়েজ উদ্দিন আকন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম তুহিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। সভাপতির বক্তব্যে ক্রীড়া অফিসার জানান, নেত্রকোণা জেলায় সাঁতার এর প্রসারের জন্য জেলা ক্রীড়া অফিস থেকে উদ্যোগ নেয়া হয়েছে। এই প্রতিযোগিতা থেকে প্রতিভাবান ১৫ জন বালক এবং ১৫ জন বালিকাদের নিয়ে আগামী ২৫ অক্টোবর থেকে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।