সাখাওয়াত হোসেন হানিফ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ড নন্দীগ্রামে মাত্র ১ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন সদস্য প্রার্থী মুকুল মিঞা। তিনি অটোরিকশা প্রতীকে ৪৭ ভোট পেয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোক্তারীন সরকার (টিউবওয়েল) প্রতীকে ৪৬ ভোট পেয়েছেন। রাশেদুল ইসলাম (তালা) প্রতীকে ১৪ ভোট পেয়েছেন। ১০৭ জন ভোটারের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
জেলা পরিষদ সদস্যপদে নির্বাচিত মুকুল মিঞা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
দুপুর আড়াই টার দিকে নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া চেয়ারম্যান পদে ডাঃ মকবুল হোসেন (আনারস) প্রতীকে নন্দীগ্রাম কেন্দ্রে ৭১ ভোট ও আব্দুল মান্নান (মোটরসাইকেল) প্রতীকে ৩৬ ভোট পেয়েছেন। সংরক্ষিত আসন-২ সদস্য পদে শামীমা আক্তার মুক্তা (ফুটবল) প্রতীকে ৬২ ভোট ও হাছনা আক্তার (মাইক) প্রতীকে ৪৫ ভোট পেয়েছেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.