ফারজানা আক্তার, কুলিয়ারচর- বাজিতপুর প্রতিনিধিঃ ১৭ অক্টোবর (সোমবার) সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কুলিয়ারচর ও বাজিতপুরে সকাল ৯ ঘটিকা থেকে বিরতীহীন ভাবে দুপুর ২ ঘটিকা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়।কুলিয়ারচর উপজেলার মোট ৯৪ টি ভোটের মধ্যে ৯২ টি ভোট কাস্টিং হয়। এতে সাধারন সদস্য পদে ঘুড়ি মার্কা প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে আব্দুস সাত্তার মাষ্টার ৪১ ভোট পেয়ে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম তালা মার্কা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৮ ভোট পেয়েছেন।
বাজিতপুর উপজেলার মোট ১৫৯ ভোটের মধ্যে ১৫৭ ভোট কাস্টিং হয়।এতে মুক্তিযোদ্ধা মোঃ সাহজাহান তালা মার্কা প্রতিকে ১১৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন।এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাহবুব হাসান কামাল টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ৩১ ভোট পেয়েছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামীম আহাম্মেদ জানান, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি। নির্বাচন কমিশন যে নির্দেশনা দিয়েছিল সেটি আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পেরেছি।আমাদের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা প্রস্তুতি ছিল সঠিক।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.