রমজান আলী জুয়েল,
বেলাব (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী বেলাবতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথমবারের মতো ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পরিষদ ও ৮ টি ইউনিয়নের ৭২ টি ওয়ার্ড সহ মোট ১০৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা যায় প্রতিটি কেন্দ্রে দুটি করে বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রতিটি ভোটকেন্দ্রে একজন করে প্রিসাইডিং কর্মকর্তার নেতৃত্বে দুজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও চারজন করে পোলিং কর্মকর্তা নিয়োজিত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন করে পুলিশ পরিদর্শকের নেতৃত্বে কর্মকর্তাসহ ১০ জন পুলিশ সদস্য ও চারজন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।,
এবারের নির্বাচনে সাধারণ সদস্য পদে দুইজন পুরুষ এবং সংরক্ষিত মহিলা আসনে তিনজন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ সদস্য পদে প্রার্থীরা হল অ্যাডভোকেট শহিদুল্লাহ শহীদ ( তালা) এবং মেরাজ মাহমুদ মিরাজ (টিউবওয়েল)। এছাড়া সংরক্ষিত মহিলা আসনের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে ইসরাত জাহান তামান্না ( ফুটবল ) ,উম্মে কুলসুম খাতুন (মাইক),মুন্নি আক্তার (হরিণ) মরিয়ম আক্তার(কম্পিউটার)।
সাধারণ সদস্য পদে প্রার্থী মেরাজ মাহমুদ মিরাজ বলেন,আমি আশাবাদী বিজয় লাভ করব।খুব সুন্দর পরিবেশে ভোট চলছে।
প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বিজিবি।
বেলাব উপজেলায় দ্বায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায় বলেন, ভোটের পরিবেশ শান্ত প্রতিটা ভোটারই তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। ভোট কেন্দ্রে কোন প্রকার সমস্যা হলে আমরা বুঝিয়ে দিচ্ছি। আমাদের বেলাব উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০৭ টি এর মধ্যে সকাল ১১.৪০ মিনিট পযন্ত প্রায় ৪৫% ভোট কাস্ট হয়েছে।
বেলাব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিবেশ শান্ত কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে আমরা দিব না।