ডেস্ক রিপোর্ট ঃ সাফ বিজয়ী নারী ফুটবল দলের বিকেএসপির মেয়েদের সংবর্ধনা অনুষ্ঠান
গতকাল সন্ধ্যায় (১৩/১০/২০২২) বিকেএসপিতে সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের বিকেএসপির পাঁচজন নারী ফুটবলারদের সৌজন্যে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২২ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের
বিকেএসপির নারী সদস্যরা হলেন আঁখি খাতুন, স্বপ্না রাণী, ঋতুপর্ণা চাকমা, সাথী বিশ্বাস ও ইতি রাণী । যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: জাহিদ আহসান রাসেল, এমপি সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃতি ফুটবলারদের হাতে শুভেচ্ছা ক্রেস্ট ও এক লক্ষ
টাকার চেক পুরস্কার হিসেবে তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব জনাব মেজবাহ উদ্দিন । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাজহারুল হক, এএফডব্লিউসি, পিএসসি,
এলএসসি, এমফিল। এর আগে দুপুরে বিকেএসপির উর্ধ্বতন কর্মকর্তাগণ দেশের হয়ে গৌরবোজ্জ্বল সাফল্যের সারথি কৃতি ফুটবলারদের স্বাগত জানান এবং ফুলের মালা দিয়ে বরণ করে নেন । ছাত্র-ছাত্রীরা ফুলের পাঁপড়ি ছিটিয়ে ও হর্ষধ্বণির মাধ্যমে তাদের কৃতি
সহপাঠীদের শুভেচ্ছা জানান। এ সময় বিকেএসপির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.