ফারজানা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের মাটিকাটা বাগমারা বন্দের ফাঁকা জায়গা রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যাক্তির গলাকাটা লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
স্থানীয়রা জানান, ১৩ অক্টোবর রাত আনুমানিক ৯ ঘটিকার সময় এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে। রাতে এক বিভাটেক চালক গলাকাটা অবস্থায় রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় আরব আলী চক বাজারে এসে লোকজনকে জানালে লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ দেখতে পেয়ে কুলিয়ারচর থানা পুলিশকে খবর দেয়। পরে রাত ৩ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
তবে আজ ১৪ অক্টোবর শুক্রবার দুপুর পর্যন্ত লাশের কোন পরিচয় জানা যায়নি। লাশের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পরনে ছিলো হলুদ রঙ্গের গেঞ্জি ও জিন্স প্যান্ট। বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর।
এ দিকে গতকাল রাতে অজ্ঞাত লাশ পাওয়ার পর আজ শুক্রবার সকালে ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া মুক্তারের বাড়ির পাশে একটি অটো রিক্সা পাওয়া গেছে। লাশের সাথে রিক্সার সম্পৃক্ততা থাকতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশের সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এখনো লাশের পরিচয় পাওয়া যায় নি।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.