সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও স্বামী-স্ত্রীকে কুপিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ১১ অক্টোবর দুপুরে উপজেলার উত্তর কুড়িমারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার আজিজুল হক বাদী হয়ে হোসেনপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে উত্তর কুড়িমারা গ্রামের আরফান মিয়া,হেলাল মিয়া, জালাল মিয়া,গোলাপ মিয়া, মোস্তফা মিয়া রামদা,লাঠি, লোহার রড,শাবল সহ দেশীয় অস্ত্রাদী নিয়ে একই গ্রামের আজিজুল হক (৫০) হকের পরিবারের উপর হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। বাধা দিতে গেণে আজিজুল হক ও তার স্ত্রী সেলিনা আক্তার (৪৫) কে কুপিয়ে আহত করে ২৫ হাজার একটি স্বর্নের চেইন ও সুকেসের ড্রয়ার ভেঙে ৩৫ হাজার টাকা নিয়ে যায়। পরে আহত স্বামী-স্ত্রীকে হোসেনপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অবস্থা গুরুতর হওয়ার আজিজুলের স্ত্রী সেলিনাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ আলম জানান, এ ঘটনায় হোসেনপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ এর পরিপেক্ষীতে আসামীদের আইনের আওতায় এনে দ্রুত গ্রেফতার করা হবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.