সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
‘দুর্যোগ আগাম সতর্কবার্তা সবার জন্য কার্যব্যবস্থা’ এ প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো. উজ্জ্বল হোসাইন, হোসেনপুর সরকারী কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহীন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রাকিবুল হাসান প্রমুখ।