সিরাজুল ইসলাম আতশী, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়ন ভূমি
সহকারি কর্মকর্তা প্রদ্বীপ কুমার রায় ও অফিস সহায়ক পার্বতী
রাণী রায় তারা উভয়ে ৫০ শতাংশ জমির নাম জারি ও জমা খারিজ করে
দিবে বলে সেলিনা বেগম নামের এক মহিলার নিকট ১৫ হাজার টাকা
উংকোচ চায়। এ বিষয়ে ইটনা পশ্চিম গ্রামের সেলিনা বেগম বাদী
হয়ে জয়সিদ্ধি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও অফিস সহায়ক
পার্বতী রানী রায়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা
প্রশাসক রাজস্ব বরাবরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগের সংক্ষিপ্ত বিবরনী থেকে জানা যায়, ইটনা পশ্চিম গ্রামের
সেলিনা বেগম ইটনা উপজেলার জয়সিদ্ধি মৌজায় তাহার পৈত্রিক ৫০
শতাংশ জমি তাহার নিজ নামে নাম জারি ও জমা খারিজ করতে
জয়সিদ্ধি ভূমি অফিসে গিয়ে আলোচনা করলে অনিয়ম ও দূর্ণীতির
মাধ্যমে নাম জারির জন্য ১৫ হাজার টাকা উৎকোচ দাবী করে, আর না
হয় নাম জারি করে দিবে না বলে জানায়। এ বিষয়ে জয়সিদ্ধী ইউনিয়ন
সহকারী ভূমি কর্মকর্তা প্রদ্বীপ কুমার এর নিকট জানতে চাইলে
তিনি বলেন, আমি এই মহিলাকে চিনি ও না আর কিছু জানি ও না।
বিষয়টি সরজমিনে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধতন
কতর্ৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন অভিজ্ঞ মহল।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.