ফারজানা আক্তার, কুলিশারচর(কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে রাগ করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া ১৭ বছরের এক মেয়েকে উদ্ধার করেন কুলিয়ারচর থানা পুলিশ। মেয়েটি উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও মৌলভীবাজার এলাকার মুর্শিদ মিয়ার মেয়ে।এ প্রেক্ষিতে মেয়ের বাবা ৯ অক্টোবর বিকাল ৫ ঘটিকার সময় থানায় দায়ের করা জিডি প্রত্যাহার করেন।
মুর্শিদ মিয়া জানান, আমার মেয়ে ৭ অক্টোবর তার মায়ের সাথে অভিমান করে চট্রগ্রাম জেলার সাতকাহনিয়া এলাকায় চলে যায়। ৮ অক্টোবর কুলিয়ারচর থানায় সাধারন ডায়েরী করলে থানা পুলিশের সহায়তায় তাকে খুঁজে পাই।
এ ব্যপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মেয়ে নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে বিশেষ তৎপরতার সাথে চট্রগ্রামের সাতকাহনিয়া থেকে আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হই।