1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১ হাজার লিটার মদ উদ্ধার; গ্রেফতার-১৫ নেত্রকোনায় গণঅভ্যুত্থানে শহীদদের উত্তরাধিকারের মধ্যে সঞ্চয়পত্রের চেক বিতরণ সীমান্তে আবারো বিএসএফের পুশইন, তৃতীয় লিঙ্গসহ ২১ জন আটক ফের লিবিয়া থেকে ১৬২ জন বাংলাদেশিকে দেশে প্রেরণ হোসেনপুরে বেদের তাবুতে অভিযান, ৬০টি টিয়া পাখি ,জালসহ ফাঁদ জব্দ দক্ষিণখানে সবুজ পল্লব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি গঠন কটিয়াদীতে সুমাইয়ার কৃতিত্বে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের শুভেচ্ছা শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন ও সচেতনতামূলক অনুষ্ঠান নিখোঁজ সন্তানের জন্য বাবা-মায়ের আর্তনাদ দিগদাইড় ইউনিয়ন মডেল হাইস্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
শিরোনাম
ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে ১ হাজার লিটার মদ উদ্ধার; গ্রেফতার-১৫ চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্স নেত্রকোনায় গণঅভ্যুত্থানে শহীদদের উত্তরাধিকারের মধ্যে সঞ্চয়পত্রের চেক বিতরণ কিশোরগঞ্জে গাইটালে সামান্য বৃষ্টিতে রাস্তা তলিয়ে : জনদুর্ভোগ চরমে সীমান্তে আবারো বিএসএফের পুশইন, তৃতীয় লিঙ্গসহ ২১ জন আটক ফের লিবিয়া থেকে ১৬২ জন বাংলাদেশিকে দেশে প্রেরণ হোসেনপুরে বেদের তাবুতে অভিযান, ৬০টি টিয়া পাখি ,জালসহ ফাঁদ জব্দ দক্ষিণখানে সবুজ পল্লব ফাউন্ডেশন এর কেন্দ্রীয় কমিটি গঠন কটিয়াদীতে সুমাইয়ার কৃতিত্বে নাগেরগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের শুভেচ্ছা শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসকের পরিদর্শন ও সচেতনতামূলক অনুষ্ঠান

চট্টগ্রাম’র জুলুস বিশ্বরেকর্ড” অর্ধকোটি জনতার ঢল

  • প্রকাশ কাল রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৪২ বার পড়েছে


মোহাম্মদ মাসুদ

চট্টগ্রামের সবচেয়ে বড় আয়োজনে ধর্মীয়ভাব গাম্ভীর্য্য ঐতিহ্য ও নানা আনুষ্ঠানিকতায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত হয়েছে।যা স্মরণকালের স্মরণীয় সবচেয়ে বড় বর্ণাঢ্য জমকালো আয়োজনের সমাগমে ধর্মীয় সর্বস্তরের মানুষের মাঝে আলোড়ন তুলে সেইসাথে বিশ্বরেকর্ড বলেও দাবি করেন আয়োজক,ভক্ত,আশেক ও সংশ্লিষ্ট ইসলাম প্রিয় মুসলিম জনতা।

আজ চট্টগ্রামে রোববার ১২ রবিউল আউয়াল,অক্টোবর ৯,
সকালে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্ট আয়োজিত জুলুসে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

সরেজমিনে দেখা যায়,লোকে লোকারণ্য লাখো মানুষের জনস্রোতে মহাসমুদ্রে পরিনত হয় নগরসহ সারা চট্টগ্রাম জুড়ে ।জুলসপ্রিয় জনতার প্রাণের মিলন মেলায় এলাকা ছাড়িয়ে দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়েছে।জুলুস এর ৫০শে পদার্পনে অর্ধকোটি ইসলামপ্রিয় ধর্মপ্রাণ মুসলমানের অংশ গ্রহণে সারাজাগানো জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)পালিত হয়েছে যা স্মরণকালের স্মরণীয় মুহূর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য ঘটনা একমাত্র। যা চিরদিন ফ্রেমবন্দী হয়ে থাকবে স্মৃতির পাতায়।

নগরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাসংলগ্ন আলমগীর খানকাহ হতে এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস বের হয়। এটি নগরের মুরাদপুর, চকবাজার, জামালখান, কাজি দেউড়ি,ওয়াসা,জিইসি,ষোলশহর ২নম্বর গেইট পদক্ষিণ শেষে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় জুলুস ময়দানে এসে শেষ হয়।জুলুস ময়দানে মাহফিলে বর্তমান সমসাময়িক বিষয় ধমীয় দিকনির্দেশনা ও ইসলামের ঐতিহাসিক ঐতিহ্য সম্বলিত বিশেষ আলোচানা করে উপস্থিত আল্লামা মশায়েখ ও বরেণ্য আমন্ত্রিত বক্তরা।
জোহরবাদ অনুষ্ঠানের প্রধান অতিথি ও আকর্ষন হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ (রহমাতুল্লাহি তায়ালা আলাইহি )এর নেতৃত্বে ও দোয়া বিশেষ মোনাজাত শেষে মন্তবী ঘোষণা করা হয়।

মাহফিলে বক্তারা বলেন,আল্লাহর রহমত হিসেবে ১২ রবিউল আউয়াল পৃথিবীতে আবির্ভূত হন আমানের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)। তিনি সমগ্র বিশ্ববাসীর জন্য সর্বোত্তম আদর্শের শিক্ষাদাতা হিসেবে আবির্ভূত হয়ে তার সুন্দরতম আদর্শের মাধ্যমে পৃথিবীতে শান্তি-সৌহার্দ্য, সাম্য-মানবতা প্রতিষ্ঠা করেন। মাহফিল শেষে দেশ-জাতির উন্নতি, সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

জুলুসে র‍্যালীতে যোগদানকারী পথচারীদের মধ্যে পথে পথে সরবত,খেজুরসহ নানা রকমের ফলফলাদি শুকনো খাবার বিতরণ করা হয়। হাঁটতে ও গাড়িতে উৎসুক জনতার উচ্ছ্বসিত উল্ল্যাস সরগম চোখে পরার মতো।

জুলুসকে ঘিরে মুরাদপুর,বিবিরহাট,মাদ্রাসা এলাকায় শত শত টুপি,মাস্ক,আতর,সুরমা,তসবিহ,পাঞ্জাবি,ইসলামী বই, খাবারের দোকান বসতে দেখা গেছে। পরবর্তীতে মাদ্রাসা মাঠে মাহফিল অনুষ্ঠিত হয়।

জুলুস ৫০শে পদার্পন উপলক্ষে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবের শাহ,আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ,এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ (রহমাতুল্লাহি তায়ালা আলাইহি )এর নেতৃত্ব অনুষ্ঠিত হওয়া’সহ বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজনে বিশ্বরেকর্ড বলে হবে বলে সকলের শতভাগ আশাবাদী।যা অতিথে আর কখনও দেখা যায় নি।

জুলুসে নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য পুলিশ,র‍্যাব,আনসার ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও দায়িত্বে রয়েছেন গাউসিয়া কমিটির নেতা-কর্মী ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক ও আনজুমান সিকিউরিটি ফোর্সের (এএসএফ) ৩ হাজার।জুলুসকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

উল্লেখ্যঃ এ বছর হিজরি বর্ষ অনুযায়ী জুলুসের ৫০তম আয়োজন। তাই জুলুসকে ঘিরে চট্টগ্রাম সেজেছে বর্ণিল সাজে। করোনা মহামারিতে গত ২বছর সীমিত পরিসরে আয়োজন করা হয়েছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস যা সর্বোপ্রথম ১৯৭৪ সালে চালু হয়। কোরবানিগঞ্জ বালোয়ারদিঘী খানকায়ে কাদেরীয়া সৈয়দীয়া তৈয়বিয়া হতে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূর মোহাম্মদ আল কাদিরীর নেতৃত্বে প্রথম জুলুস বের করা হয়। এরইধারাবাহিকতা আজকের
জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)প্রতিবারে পালিত হয়ে থাকে।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST