স্টাফ রিপোর্টার
(৯ অক্টোবর) রবিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার এক কর্মী সমাবেশ শহরের হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সংগঠনের ২০২২-২৩ সেশনের জন্য জুবায়ের আহমাদ কাউছার সভাপতি ও শরীফ সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
ছাত্র মজলিসের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী।
জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আহমাদ কাউছারের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি শায়খুল হাদিস আল্লামা আব্দুল আহাদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা ফরিদ আহমদ সিদ্দিকী, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক হাসান আহমাদ খান, কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক ইসমাইল খন্দকার, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুফতি শেখ শাব্বীর আহমাদ, সাবেক জেলা সভাপতি এমদাদুল্লাহ্, মাওলানা সাইফুল ইসলাম সাহেল, মাওলানা অলীউর রহমান, হাফেয মাওলানা আকরাম খন্দকার, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম শামীম, হাফেয মাওলানা আবু বকর ছিদ্দিক, খেলাফত মজলিসের জেলা শাখার সমাজ কল্যাণ সম্পাদক ডাক্তার শফিকুল ইসলাম প্রমুখ।