নিজস্ব প্রতি
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের মুক্তাগাছায় আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটে ৬টি জেলা থেকে আগত সমবায় ব্যবস্থাপনা কমিটির সদস্যেরদের ব্যবস্থাপনা প্রশিক্ষন কোর্সের প্রথম স্থান অধিকার করেন ফারজানা আক্তার। ২ অক্টোবর সকাল ৯ ঘটিকা থেকে ৬ অক্টোবর বিকাল ৪ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত প্রশিক্ষন কোর্সের ভার্চুয়াল উদ্ভোদন করেন অতিরিক্ত নিবন্ধক কাজী মিছবাহ উদ্দিন আহাম্মেদ।
অন্যন্যদের মধ্যে প্রশিক্ষন প্রদান করেন আঞ্চলিক সমবায় ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ, কোর্স পরিচালক মোঃআলী আহসান, প্রশিক্ষক আব্দুর রউফ ও মোঃইউনুস আলী।
৫ দিন ব্যাপী প্রশিক্ষনের লিখিত ও মৌখিক পরিক্ষা সহ সার্বিক বিষয় বিবেচনায় প্রথম স্থান অধিকার করেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার বস্ত্র উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ফারজানা আক্তার।
প্রশিক্ষণ শেষে প্রক্ষানার্থীদের সনদপত্র ও বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ হাসিবুর রহমান মোল্লাহ।
ফারজানা আক্তার জানান, ৫ দিন আগেও সমবায় ব্যবস্থাপনা সম্পর্কে অনেকটা অজ্ঞ ছিলাম।এখানে এসে প্রশিক্ষণ নিয়ে যে অভিজ্ঞতা অর্জন করেছি তা বাস্তব জীবনে সঠিক ভাবে প্রয়োগ করতে পারলে আমরা আমাদের নিজেদের তথা দেশের উন্নয়ন করতে পারব।