এম এ হান্নান পাকুন্দিয়া কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় রাস্তার পাশে থেকে একজন ইউপি মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২ অক্টোবর ) সকালে উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পার্শ্ববর্তী পুখিয়া গ্রামের নিজ বাড়ি থেকে চারশত গজ দূরে সড়কের পাশে থেকে বজলুর রহমান (৫৫) ইউপি মেম্বার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি বুরুদিয়া ইউনিয়নের মিরদী গ্রামে ৩নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ ও তার স্বজনরা জানান, রবিবার সকালে পার্শ্ববর্তী পুখিয়া গ্রামে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পাকুন্দিয়া থানা ওসি মোঃ সারোয়ার জাহান, বুরুদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজমুল হক রুবেল।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.