মাসুদুল ইসলাম সবুজ – কিশোরগঞ্জের
বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, এসআই জয়নাল আবেদীনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার ভোর রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের শাহপুর চেংগাহাটি এমপি ঘাটের ঘোড়াউত্রা নদীর পশ্চিমপাড় হতে বিভিন্ন জাতের ২৪৩টি বিদেশী মদসহ দুইজনকে পুলিশ আটক করেছে। ২৪৩টি বিদেশী মদের আনুমানিক মূল্য ৭লক্ষ ৯৬ হাজর ৫ শত টাকা
হবে বলে ধারানা করা হচ্ছে। আটক কৃতকরা হলেন , পাটুলী দাসপাড়া গ্রামের মোঃ আলাল উদ্দিনের ছেলে বাধন উরফে বাগা (৩০) ও একই এলাকার সুজন মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) কে থানায় আটক করেছে। মামলার বাদী এসআই জয়নাল আবেদীন এই প্রতিবেদককে বলেন, কিশোরগঞ্জ কোর্টে আসামীদ্বয়কে ৭দিনের
রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। বাজিতপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান সবসময় থাকে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে বাজিতপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ২৪/(খ) ৪১ ধারায় মামলা রুজু হয়েছে।