আমন চাষে ব্যস্ত সময় পার করছে হাওরের কৃষক।
সিরাজুল ইসলাম আতশি, ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ হাওরের
পানির আগাম চলে যাওয়ায় হাওর বেষ্টিত ইটনা উপজেলায় হাওরের কৃষক
আমন চাষে ব্যস্ত সময় পার করছে। আমন চাষ করতে টাক্টর দিয়ে জমি চাষ
করে জমি আমন রোপনে উপযোগী করে সাথে সাথে আমন ধানের
চারা রোপন করা শুরু করেছে। ভোর হওয়ার সাথে সাথেই কৃষক নেমে
পড়েছে জমি তৈরির কাজে। ইটনা উপজেলা সদর জালাবিছরা হাটির
কৃষক উমর আলী বলেন, আমি এক একর জমিতে আমন ধান রোপন
করবো ইতিমধ্যে অর্ধেক জমিতে আমন রোপন করা শেষ হয়েছে। কি
পরিমাণ ফসল ফলতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমার বয়স
পয়ত্রিশ আমার বয়সে কোন সময় হাওরে আমন রোপন করিনি। কি
পরিমাণ ফসল জমিতে ফলে সৃষ্টিকর্তা বলতে পারবে। তবে আবহাওয়া
অনুকূলে থাকলে সোনার ফসল ঘরে তুলতে পারবো বলে আশাবাদ ব্যক্ত
করেন। উমর আলীর মত বানিয়া হাটির আলাউদ্দিন আড়াই এক জমিতে ও
ইমাম পাড়ার তারু মিয়া এক একর জমিতে আমন রোপন করেছে। তাদের
মত পুরু হাওর জোড়েই আগাম পানি চলে যাওয়ায় একটু উচু
জমিতে কৃষকেরা আমন চাষ করছে। তবে বাধা হয়ে দাড়িছে আমনের
চারা। উজান থেকে একটু বেশি দামে আমনের চারা খরিদ করতে হচ্ছে।
আমন চাষ সম্পর্কে ইটনা উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ
কর্মকর্তা মাহাবুব ইকবাল এর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ
বছর আমাদের ইটনা উপজেলায় চারশত তেষট্টি হেক্টর জমিতে আমন
রোপন করা হচ্ছে। পরিবেশ অনুকূলে থাকলে আশানুরোপ ফসল ফলবে
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.