শাফায়েত নূরুল ঃ
কিশোরগঞ্জের নিকলী থানার পুলিশ তদন্ত ইন্সঃ আক্তারুজ্জামান, এস.আই তরিকুল ইসলাম, সহ
একদল পুলিশ গতকাল বুধবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে সিংপুর ইউনিয়নের থেকে
বিদেশী মদ সহ বিপুল পরিমান বিদেশী মদ সহ ২ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। গ্রফতারকৃতরা হলেন, সিংপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত কিনু মিয়ার ছেলে এরশাদ মিয়া (২৮), টিংগুরিয়া মধ্য পাড়া গ্রামের রহমত উল্লাহ ছেলে আশোক ওরফে আশিক (৩৪)। এলাকাবাসির সূত্রে জানা যায়, গতকাল বুধবার ভোর রাতে
পুলিশের বিশেষ অভিযানে তাদের কে গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে ছোট ইঞ্চি ৪৮টি বোতল, মাঝারি ধরনের ৯টি বোতল উদ্ধার করেন পুলিশ। তাদের বিরুদ্ধে নিকলী থানায় বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। নিকলী থানার অফিসার ইনচার্জ মনসুর আলী আরিফ ঘটনার সত্যতা স্বীকার
করে বলেন, মাদক ব্যবসায়ীদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.