মোঃ মাসুদ রানা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে সালাম নামে এক শিশুকে আপহরণের পর হত্যার দায়ে আমির চাঁন (২৮) নামে এক যুবককে মৃত্যুদন্ডের রায় দিয়েছে আদালত।
একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ড জরিমারা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ডপ্রাপ্ত আমির চাঁন সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের মোকছেদ আলীর ছেলে।
নিহত শিশু সালাম আলী শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে।
এই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান ও স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এতথ্য নিশ্চিত করে মামলার বরাদ দিয়ে বলেন, ২০১৮ সালের ২ আগষ্ট বিকেলে শাহজাদপুর উপজেলার রায়পুর গ্রামের আকছেদ আলীর বাড়ীর উঠানে আসামী আমির চাঁন সহ শিশু মুসা, সুমাইয়া, ইয়াসিন ও ভিকটিম সালাম আলী ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে প্রতিবেশি আমির চাঁন শিশু সালাম আলীকে কৌশলে তার বাড়িতে নিয়ে আটক রাখে। এর পর বিভিন্ন সময় তার পরিবারের কাছে দশ লাখ, তিন লাখ, দেড়লাখ টাকা মুক্তিপণ দাবী করে বিভিন্ন জায়গায় চিরকুট ও চিঠি ফেলে রাখে। অত:পর মুক্তিপণের টাকা না পেয়ে শিশু সালাম আলীকে শ্বারোধে হত্যা করে লাশ পাশ্ববর্তী জাকিরুল ও আব্দুল লতিফের পায়খানার কুয়ার মধ্যে ফেলে রাখে আমির চাঁন।
এদিকে সালাম আলীর পরিবারের লোকজন অনেক খোঁজা খুঁজি করে সালাম আলীর সন্ধ্যান না পেয়ে তার মা আম্বিয়া খাতুন ২০১৮ সালের ১১ আগষ্ট শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই দিন পুলিশ আমির চাঁনকে গ্রেপ্তার করলে সে ঘটনার কথা স্বীকার করে এবং তার দেখানো মতে পাশ্ববর্তী আব্দুল লতিফ ও জাকিরুলের পায়খানার কুয়ার মধ্য হতে সালাম আলীর লাশ উদ্ধার করে।
আজ আসামী আমির চাঁন ঘটনার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
মামলা চলাকালে ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন করেন আদালত। স্বাক্ষ্য গ্রহন শেষে আজ মঙ্গলবার বিচারক আমির চাঁনকে মৃত্যুদন্ড রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.