: তৌহিদুল ইসলাম সরকার,
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে বজ্রপাতে হারুনুর রশিদ (৫৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ শে সেপ্টেম্বর) বেলা ৩ ঘটি কার দিকে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত হারুনুর রশিদ ফুলবাড়িয়া গ্রামের মৃত আব্দুল আলীর পুত্র বলে জানা যায়।
রবিবার দুপুরে ঘুরিঘুরি বৃষ্টি হওয়ার সময় নিজ বাড়িতে দুপুরের খাবার শেষ করে, ঘর থেকে বাড়ির বাহিরে আসেন এমত অবস্থায় হঠাৎ এক বজ্রপাতের বিকট শব্দ হলে তাৎক্ষণিক তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন সে আর কিছুই বলতে পারেননি।
তাৎক্ষণিক স্থানীয় ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে, নান্দাইল উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকৃত মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি এক স্ত্রী তিন কন্যা ও এক ছেলে সন্তান রেখে যান।
হারুনুর রশিদের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনসহ এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, বজ্রপাতে মৃত্যুর বিষয়ে আমি অবগত হয়েছি। তার স্বজনদের কোন ধরনের অভিযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.