নিজস্ব প্রতিবেদক ঃ গত ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে জেলার হোসেনপুর উপজেলার সাহেবেরচর গ্রামে পুরাতন ব্রম্মপুত্র নদে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ দেখতে গিয়ে মর্মান্তিক নৌ
দুর্ঘটনায় ৩ দর্শনার্থী নিখোঁজ হন। নিখোঁজের ৪০ ঘন্টা পর ২১
সেপ্টেম্বর বুধবার সকালে ব্রম্মপুত্র নদের বিভিন্ন স্থান থেকে এলাকাবাসীর
সহায়তা ও কিশোরগঞ্জ এবং হোসেনপুরের ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত তিন জনের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেন। নিহতরা হলেন ময়মনসিংহ জেলার
পাগলা থানার চরশাকচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে সিফাত (১৬) একই
পরিবারের মো. মনির হোসেনের ছেলে ইয়াসিন (৭) ও হোসেনপুর উপজেলার
তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে শামীম (৩২)। পরে নির্বাহী
ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্থান্তর
করেছে। নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন।
এ মর্মান্তিক নৌকা দুর্ঘটনায় নিহতদের মর্মন্তিক মৃত্যুতে তাদের বিদেহী
আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ করেন কিশোরগঞ্জ ১ (
কিশোরগঞ্জ সদর- হেসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর
লিপি। সেই সাথে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.