, স্টাফ রিপোটারঃ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান শিক্ষক মো. আবু সাঈদ , উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মোঃ আবু সাঈদ পিপলাকান্দি সরকারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করার পর থেকে ন্যয়,সময় নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী খুব আনন্দিত। তথ্য প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে মানসম্মত উন্নত পাঠদান পদ্ধতিতে পাঠদান করায় শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে, পরীক্ষার ফলাফল ভাল হচ্ছে। শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন এ প্রধান শিক্ষক। নিয়মিত মা সমাবেশ, অভিভাবক সমাবেশ, শিক্ষক, শিক্ষার্থীদের মনিটারিং করা হয় ওই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রধান শিক্ষক শ্রেষ্ঠ হওয়ায় এলাকায় বইয়েছে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ।
পিপলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোঃ আবু সাঈদ বলেন, এ ধরনে পুরস্কার পাওয়া সত্যি আনন্দের ব্যপার। শিক্ষার্থীদের নিয়মিত পাঠ মনিটারিং করা, ক্লাস পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের আলাদা ভাবে দেখভাল করা, ক্লাসে অনুউপস্থিত শিক্ষার্থীদের উপস্থিত করার জন্য নিয়মিত অভিভাবকদের বাড়ি বাড়িতে গিয়ে যোগাযোগ রক্ষা করে বিদ্যালয়ে ছাত্র /ছাত্রীদের উপস্থিতি করে নিয়মিতি করেন তিনি । জাতীয় দিবসগুলি নিয়মিত পালন করা, খেলাধুলাসহ সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ সৃষ্টি করা হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হাবিবুর রহমান দুলাল বলেন, আবু সাঈদ স্যার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বচিত হওয়ায় আমরা খুশি, তার সাফল্য কামনা করচ্ছি। আগামীতে আরও ভাল করুক এ প্রত্যশা করি, এমন একজন গুনগত মানের শিক্ষক প্রতিটি প্রতিষ্ঠানে হওয়া দরকার ।
হোসেনপুর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মোস্তাফিজুর বলেন, মো. আবু সাঈদ উপজেলা সরঃ প্রাথমিক বিদ্যালয় এর শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এ সাফল্যে প্রধান শিক্ষকের কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।
মোঃ আবু সাঈদ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গনমান পুরুরা গ্রামের সাবেক উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আমির উদ্দিনের পুত্র।