সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ দেখতে এসে নৌকা ডুবে শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন।
গত সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সাহেবের চর সংলগ্ন ব্রহ্মপুত্র নদে নৌকা বাইচ চলাকালে এ ঘটনা ঘটে৷
নিখোঁজ তিনজন হলেন, উপজেলার তারাপাশা গ্রামের কিতাব আলীর পুত্র শামীম (৩৫), গফরগাঁও উপজেলার চর শাখচূঁড়া গ্রামের ছমেদ আলীর পুত্র সিফাত (১৫) ও একই গ্রামের মনির উদ্দিনের ছেলে ইয়াসিন (৫)। নিখোঁজের সংবাদ পেয়ে স্বজনরা নদের তীরে কান্নায় ভেঙে পড়েন।
এ ঘটনায় হোসেনপুর ও কিশোরগঞ্জের দমকল বাহিনীর দুটি ইউনিট রাতভোর অভিযান চালিয়েও তাদের উদ্ধার করতে পারেন নি। এ প্রতিবেদন লিখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত আছে।
স্থানীয় সুত্রে জানা যায়, সিদলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে 'শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ'দেখতে নদের দুই পাড়ে প্রায় অর্ধলক্ষাধিক মানুষ জড়ো হন। অনেক দর্শক ডিঙি নৌকা, খেয়া পারাপারের নৌকায় করে নৌকাবাইচ উপভোগ করছিলেন। নৌকা বাইচের শেষ দিকে প্রবল ঢেউয়ে হঠাৎই দর্শনার্থীদের একটি ডিঙি নৌকা ডুবে যায়। আশেপাশের লোকজন ও নিজেদের প্রচেষ্টায় বাকিরা উদ্ধার হলেও শিশু সহ তিনজনকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় সিদলা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন দুঃখ প্রকাশ করে জানান, নৌকা বাইচের সময় যথেষ্ট নিরাপত্তা ছিল। বেশী দর্শনার্থী থাকায় নৌকাটি ডুবে যায় বলে তিনি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.