নিজস্ব প্রতিবেদক : নৌকাবাইচে দাওয়াত না পেয়ে সংক্ষুদ্ধ হয়ে
হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ সদর- হোসেনপুর আসনের
সাংসদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির
সদস্য ডা: জাকিয়া নূর লিপি। চলতি বছরের ১৭ সেপ্টেম্বর নং ১৬২
কিশো-১(সদর-হোসেনপুর)-০৯/২০২২-৪৫৩স্মারকে সাংসদের স্বাক্ষরিত
চিঠিটি হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া ও সাধারণ সম্পাদক এম এ হালিমকে দেয়া হয়।
জানা গেছে, আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুর দুটোয় হোসেনপুর
উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবের চর গ্রাম সংলগ্ন বহ্মপুত্র নদে শেখ রাসেল নামে ঐহিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। স্থানীয় সিদলা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকমর্ীরা উক্ত
প্রতিযোগিতার আয়োজন করে। অতীতে জণগনের স্বত:স্ফুর্ত অংগ্রহণমূলক নৌকাবাইচে স্থানীয় সাংসদ ডা: জাকিয়া নূর লিপি অংশগ্রহণ করেছেন এবারেই তিনি এ অনুষ্ঠানে তিনি দাওয়াত না পেয়ে তিনি মনোক্ষুন্ন ও সংক্ষুদ্ধ হন। এবং এমন পরিস্থিতি যাতে
ভবিৎতে না হয় সে ব্যাপারেও তিনি চিঠিতে তিনি হোসেনপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সতর্ক করেন।এব্যাপারে হোসেনপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হালিম বলেন, চিঠি প্রাপ্তীর বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আজ যে নৌকাবাইচ অনুষ্ঠিত হবে তা স্থানীয় আওয়ামীলীগ আয়োজন করেছে।
এমপি মহোদয়কে দাওয়াত না ব্যাপারে তাদের ভূল হতে পারে। বিষয়টি ধর্তব্যেরও নয়। তবে আমরাও এ বিষয়ে দায়িত্ব এড়ায়ে যেতে পারি না। চিঠির প্রতিউত্তর আমরা দিব।