শাফায়েত নূরুল:
কিশোরগঞ্জের নিকলীতে মামার বাড়ি থেকে শফিকুল ইসলাম (২২) এর নামে ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নিকলী থানার পুলিশ।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর)
বিকেলে উপজেলার গুরুই ইউনিয়নের গুরুই পূর্বপাড়া গ্রামে মৃত শফিকুল ইসলাম কে তার মামার বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়।
শফিকুল ইসলাম নিকলী উপজেলার গুরই ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের জরু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বে কয়েক মাস আগে শফিকুল ইসলাম এর বিদ্যুৎস্পৃষ্টে তার ডান হাত পুড়িয়ে যাওয়ার পর ডান হাত কেটে ফেলে দেওয়া হয়।তারপর থেকে ভারসাম্যহীন হয়ে যায় শফিকুল ইসলাম। ঘটনাদিন গতকাল শুক্রবার বিকেলে ৪.৩০ ঘটিকায় সময় তার মামার বসতঘরে আড়ার মধ্যে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় মামা তারপর পুলিশ কে খবর দিলে। এস আই জোবায়ের এর নেতৃত্বে সংঙ্গী ফোর্সের
সহযোগিতা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে । এই ব্যাপারে নিকলী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয় । নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফ ঘটনা সত্যতা নিশ্চিত করেন ।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2025 কালের নতুন সংবাদ. All rights reserved.