সঞ্জিত চন্দ্র শীল
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুরে করোনা পরবর্তী প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের উপজেলার ১০৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন সমস্যার বিষয়ে তুলে ধরা হয়।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয় আসাদুজ্জামান খাঁন অডিটরিয়ামে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রী বিশেষ সহকারি কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। সভায় প্রধান অতিথি বলেন, করোনার ভয়াবহ পরিস্থিতির কারনে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ঝরে পড়ার হার অনেক বেড়ে গেছে, শিক্ষার্থীদের বিদ্যালয়মূখী করতে উপজেলা পর্যায়ে প্রয়েজনীয় উদ্যোগ গ্রহনে ঝড়ে পড়ার হার শূণ্যের কোঠায় আনতে হবে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাই সচেষ্ট থাকতে হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ মোঃ মাসুদ আলম,
সাধারন সম্পাদক এম এ হালিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা শিক্ষা অফিসার আসাদুজ্জামান, সিদলা ইউপ চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোবারিছ, পুমদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কাইয়ুম প্রমূখ।
অনুষ্ঠান শেষে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন কে প্রাথমিক শিক্ষা পরিবার থেকে শুভেচ্ছা স্মারক হাতে তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক- খায়রুল ইসলাম, বার্তা সম্পাদক - সোহেল রানা
সম্পাদকীয় কার্যালয়- ৫২২ আইনুল্লাহ স্কুল রোড, স্বল্পমারিয়া, বএিশ, কিশোরগঞ্জ।
০১৯১২৫৫০৭২৭,০১৭২৪৫৭৪২১৭
Copyright © 2024 কালের নতুন সংবাদ. All rights reserved.