1. admin2@kalernatunsangbad.com : admin : Admin
  2. admin@kalernatunsangbad.com : Khairul Islam :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন বিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন তাড়াইলে অপারেশনে ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক জামালপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ জামালপুর জেলা শিরোপা লাভ হোসেনপুরে আওয়ামীলীগ নেতার দাফটে শতাধিক পরিবারকে জিম্মি করে রাস্তা অবরুদ্ধ, লাশ নিল পানি দিয়ে হোসেনপুরে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন লিবিয়ায় দুটি গণকবর থেকেপ্রায় ৫০ জনের মরদেহ উদ্ধার শ্রীপুরে ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ভৈরব কালিকাপ্রসাদে নবারুণ সংগঠনের কমিটি গঠন হোসেনপুরে জমিদার বাড়িতে ডাকাত আতঙ্ক
শিরোনাম
ট্র্যাব অ্যাওয়ার্ড পেলেন বিএমইউজে’র সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন তাড়াইলে অপারেশনে ডেভিল হান্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক জামালপুরে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগের ৬ নেতা গ্রেফতার ময়মনসিংহ বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে ময়মনসিংহ জামালপুর জেলা শিরোপা লাভ হোসেনপুরে আওয়ামীলীগ নেতার দাফটে শতাধিক পরিবারকে জিম্মি করে রাস্তা অবরুদ্ধ, লাশ নিল পানি দিয়ে হোসেনপুরে ওরসের নামে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে মানববন্ধন লিবিয়ায় দুটি গণকবর থেকেপ্রায় ৫০ জনের মরদেহ উদ্ধার শ্রীপুরে ভন্ড পীরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ ভৈরব কালিকাপ্রসাদে নবারুণ সংগঠনের কমিটি গঠন হোসেনপুরে জমিদার বাড়িতে ডাকাত আতঙ্ক

লক্ষ্মীপুর জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হচ্ছেন শাহজাহান

  • প্রকাশ কাল বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়েছে

সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান পদে বর্তমান প্রশাসক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই পদে আরও দুইজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমা দেননি। এতে দ্বিতীয়বারের মতো শাহজাহান বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান হতে যাচ্ছেন। এছাড়া ৫ টি ওয়ার্ডে ২২ জন সদস্য প্রার্থী ও সংরক্ষিত ২ টি আসনে ১০ জন নারী প্রার্থী ফরম জমা দিয়েছেন।

মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে লক্ষ্মীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুপুরে দেড়টার দিকে জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা আনোয়ার হোছাইন আকন্দের কাছে শাহজাহান মনোনয়ন ফরম জমা দেন।

দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, রামগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম চৌধুরী, রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, আ ক ম রুহুল আমিন, বেলাল হোসেন, আবদুল ওয়াহেদ মুরাদ, অধ্যাপক আবদুল ওয়াহেদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাটসহ অনেকে উপস্থিত ছিলেন।

এই ছাড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ৫ টি ওয়ার্ডের ২২ জন সদস্য প্রার্থী ও ২ টি সংরক্ষিত ওয়ার্ডের ১০ নারী সদস্য প্রার্থী ফরম জমা দিয়েছেন। এরমধ্যে রায়পুর উপজেলা সদস্য পদে যুবলীগ নেতা এবিএম বারাকাত বিন মামুন, সদরে আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, বদরুল আলম শ্যামল, রামগতিতে যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন হেলাল ও রামগঞ্জে জিএস নজরুলসহ ২২ জন প্রার্থী ফরম জমা দেন।

জেলা পরিষদের প্রশাসক মো. শাহজাহান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ফের জেলা পরিষদের চেয়ারম্যানের দলীয় মনোনয়ন দিয়ে লক্ষ্মীপুরবাসীর সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমার সহযোদ্ধা যারা মনোনয়ন পাননি তাদের নিয়েই লক্ষ্মীপুরের উন্নয়নে আমি কাজ করবো। জেলা পরিষদের যেসব উন্নয়নমূলক কাজ এখনো সম্পন্ন হয়নি নির্বাচিত হয়ে সর্বপ্রথম সেগুলো বাস্তবায়ন করবো।

জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বলেন, চেয়ারম্যান পদে শাহজাহান মনোয়ন ফরম জমা দিয়েছেন। আরও দুইজন মনোনয়ন ফরম সংগ্রহ করলেও তারা জমা দেননি। কি কারণে জমা দেননি তাও জানা নেই। একমাত্র আওয়ামী লীগের প্রার্থী ফরম জমা দিলেও এখন তাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান বলা যাচ্ছে না।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান ছাড়াও জাকির আল মামুন ভূঁইয়া ও আবদুর রহিম স্বপন নামে দুইজন ফরম সংগ্রহ করেছেন। তবে শেষ সময় পর্যন্ত তারা ফরম জমা দেয়নি। ইভিএমের মাধ্যমে ১৭ অক্টোবর লক্ষ্মীপুরসহ ৬১ জেলা পরিষদের নির্বাচন হবে। ১৮ সেপ্টেম্বর বাছাই, ১৯-২১ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইয়েরএক্স বিরুদ্ধে আপিল দায়ের, ২২-২৪ সেপ্টেম্বর পর্যন্ত আপিল নিস্পত্তি। ২৫ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। পরদিন প্রতীক বরাদ্ধ।

শেয়ার করুন

অন্যান্য সংবাদসমূহ


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST